রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনাও গুরুত্বপূর্ণ

-পীর চরমোনাই

জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনাও গুরুত্বপূর্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, মুসলমানদের জন্য রমজানে মসজিদে তারাবির জামাত যেমন গুরুত্বপূর্ণ বিষয় তেমন বর্তমান পরিস্থিতিতে জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করাও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ইসলামী শরিয়তে কোরআন ও হাদিসের পরে ওলামায়ে কিরামের সম্মিলিত সিদ্ধান্তের গুরুত্ব সর্বাধিক।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে আমাদের প্রস্তাব হলো, দেশের পাঁচজন দীনদার নামাজি বিশেষজ্ঞ চিকিৎসক এবং শীর্ষ আলেমদের পক্ষ থেকে বিশেষজ্ঞ প্রতিনিধিদের নিয়ে সরকার একটি বৈঠকের ব্যবস্থা করুক। বাংলাদেশের আলেমরা অবিবেচক নন। বর্তমান সংকটজনক পরিস্থিতিতে সরকার কোনো কিছু চাপিয়ে দেওয়ার মানসিকতা না নিলে, অবশ্যই বাস্তবসম্মত সমাধানে পৌঁছা যাবে।

তিনি বলেন, দুঃখজনক বিষয় হলো, ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় প্রশাসনের একটি অতি উৎসাহী অংশ উসকানিমূলক কর্মকান্ড পরিচালনা করে ধর্মপ্রাণ মানুষকে উত্তেজিত করে তুলছে। মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের হয়রানি করছে, গ্রেফতার করছে এবং মসজিদে তালা লাগিয়ে দিচ্ছে। এসব বন্ধ করতে হবে এবং এসব কারা করে তা খুঁজে বের করতে হবে।

সর্বশেষ খবর