সোমবার, ২০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

শিক্ষাবিদসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত

-মহিবুল হাসান চৌধুরী

শিক্ষাবিদসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, কীভাবে শিক্ষাব্যবস্থা এগিয়ে নেওয়া হবে তা নিয়ে শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শিগগিরই অনলাইনে এ ব্যাপারে মিটিংয়ের আয়োজন করা হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

উপমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশে কীভাবে শিক্ষা কার্যক্রম চলছে সেসবও খোঁজ  নিচ্ছি আমরা। আমাদের দেশে বিশ্ববিদ্যালয়, কলেজ পর্যায়, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি বিভিন্ন সেগমেন্ট অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা নিতে হবে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যেভাবে ক্লাস চলছে এভাবেই চলবে। বর্তমানে সংসদ বাংলাদেশ টেলিভিশন ও অনলাইনে প্রাথমিক ও মাধ্যমিকের ক্লাস নেওয়া হচ্ছে। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। পরিস্থিতি স্বাভাবিক হলে বিভিন্ন শ্রেণিতে ডাবল শিফটের মাধ্যমে ক্লাস নেওয়া হতে পারে। এ ছাড়া সামনের ছুটিগুলো কমিয়ে আনা হবে। তিনি বলেন, বিভিন্ন শ্রেণির পরীক্ষা রয়েছে। সেসব পরীক্ষাও কমিয়ে আনা হতে পারে বলে জানান উপমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর