সোমবার, ২০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ডিজিটাল মাধ্যম শিক্ষা কার্যক্রম বাড়াতে হবে

-আ আ ম স আরেফিন সিদ্দিক

ডিজিটাল মাধ্যম শিক্ষা কার্যক্রম বাড়াতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতি বাড়তে থাকলে শিক্ষা কার্যক্রম কীভাবে চালিয়ে নেওয়া যায়, সেটি নিয়ে ভাবতে হবে। আমরা ইতিমধ্যে ডিজিটাল মাধ্যমে সুফল পাচ্ছি। কীভাবে ডিজিটাল মাধ্যমে শিক্ষা কার্যক্রম বাড়ানো যায় সেটি বিবেচনা করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ শিক্ষাবিদ আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় বিভিন্ন শ্রেণিতে একাডেমিক কার্যক্রম থমকে আছে। অনেক শিক্ষার্থী সেশনজটের সম্মুখীন হতে যাচ্ছে। বিভিন্ন পরীক্ষাও বন্ধ হয়ে গেছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কিছু ক্লাস সংসদ টেলিভিশনের মাধ্যমে চলছে। উচ্চশিক্ষা স্তরে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বাদে বলা যায়, শিক্ষা কার্যক্রম একেবারেই থমকে আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর বিভাগভিত্তিক ছাত্র-ছাত্রী সংখ্যা কম। তাদের ডিজিটালাইজেশনের আওতায় এনে শিক্ষা কার্যক্রম চালাতে হবে। তিনি বলেন- এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রায় ৩৭ শতাংশ কাজ অনলাইনে সম্পাদন হচ্ছে। আমাদের দেশে ডিজিটালাইজেশনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালাতে হবে। যাতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে শিক্ষার্থীরা যথাসময়ে তাদের কারিকুলাম শেষ করতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর