সোমবার, ২০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সোয়া লাখ পোশাক শ্রমিক বেতন পাননি

বেতন প্রদানের প্রক্রিয়া চলছে : বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক

প্রায় সোয়া লাখ পোশাক শ্রমিকের বেতন এখনো পরিশোধ করেননি বিজিএমইএ সদস্যভুক্ত কারখানার মালিকরা। সংগঠনটি জানিয়েছে, তৈরি পোশাকশিল্পের দুই হাজার ৯৩টি কারখানার ২৩ লাখ ৬০ হাজার শ্রমিক গত মার্চ মাসের বেতন-ভাতা পেয়েছেন। ফলে ৯২ দশমিক ০৪ শতাংশ কারখানার শ্রমিকরা বেতন পেয়েছেন, যা মোট শ্রমিকের মধ্যে ৯৫ দশমিক ৪৫ শতাংশ। গতকাল গণমাধ্যমকে দেওয়া তথ্যে পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ বলেছে, বিজিএমইএ সদস্যভুক্ত কারখানায় কর্মরত ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ শ্রমিকের মধ্যে গতকাল পর্যন্ত মার্চ মাসের বেতন পেয়েছেন ২৩ লাখ ৬০ হাজার শ্রমিক। সে হিসাবে এখনো ১৮১টি কারখানার এক লাখ ১২ হাজার ৪১৭ পোশাক শ্রমিক মার্চ মাসের বেতন পাননি। বাকি ১৮১ কারখানা বা ৭ দশমিক ৯৬ শতাংশ পোশাক শ্রমিকের বেতন প্রদানের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিএমইএ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর