শিরোনাম
সোমবার, ২০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কক্সবাজারে বিজিবির সঙ্গে গোলাগুলিতে নিহত ১

দুই লাখ ইয়াবা ও অস্ত্র উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সঙ্গে গোলাগুলিতে জাফর আলম (৩০) নামে এক মাদককারবারি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বিজিবির দুই সদস্য। রবিবার ভোরে উপজেলার সাবারাং ইউনিয়নের নাফনদী সংলগ্ন শাহপরীরদ্বীপ গোলারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাফর আলম উপজেলার সাবারাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত জবর মুল্লুকের ছেলে। ঘটনাস্থল থেকে দুই লাখ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে  বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।  তিনি জানান, শাহপরীরদ্বীপ বিওপির একটি বিশেষ টহলদল গোলারচর এলাকায় নিয়মিত কার্যক্রম পরিচালনা করছিল। কিছুক্ষণ পরে টহলদল তিন-চারজন ব্যক্তিকে নৌকা নিয়ে নাফনদী ও সাগরের মোহনা হয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। নৌকাটি শাহপরীরদ্বীপ গোলারচর থেকে প্রায় এক হাজার গজ দক্ষিণ দিক দিয়ে আসা মাত্রই টহলদল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকায় আরোহীরা লাফিয়ে সাগরের তীর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তাৎক্ষণিকভাবে টহলদল তাদের ধাওয়া করলে সশস্ত্র ইয়াবাকারবারিরা অতর্কিত গুলি ছোড়ে। এতে বিজিবির দুই সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এতে উভয়পক্ষের মধ্যে তিন-চার মিনিট গুলিবিনিময় হয়। ইয়াবাকারবারিরা গুলি করতে করতে গ্রামের ভিতর ঢুকে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরে টহলদলের সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুই লাখ ইয়াবা ও গুলিবিদ্ধ ব্যক্তির কাছ থেকে দেশীয় তৈরি বন্দুক, এক রাউন্ড গুলির খোসা, ধারালো কিরিচ জব্দ করে। গুরুতর আহত ব্যক্তিকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, নিহতের সঙ্গীয় ইয়াবাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের সম্পর্কে কোনো ধরনের তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি। আহত বিজিবির দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর