সোমবার, ২০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

নবজাতকের নাম করোনা

ঝিনাইদহ প্রতিনিধি

করোনাভাইরাস মহামারীতে কাঁপছে বিশ্ব। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন একটা কঠিন সময়ে পৃথিবীতে এলো এক নতুন অতিথি। যে শিশু জন্ম নিল, বাবা-মা তার নাম রাখলেন ‘করোনা’। ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদর হাসপাতালে।

জানা যায়, ঝিনাইদহ কাঞ্চননগর এলাকার কুয়েত প্রবাসী সাদিকের স্ত্রী সালেহা। বিয়ের দীর্ঘ ১৭ বছর পর শনিবার বেলা ১২টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে সালেহা এক কন্যা সন্তানের জন্ম দেন। তার নাম রাখা হয়েছে করোনা। বিষয়টি ছড়িয়ে পড়লে হতবাক হয়েছেন অনেকেই। মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো ভাইরাসের নামে এমন নাম হতে পারে, ভাবতেই পারছেন না তারা। তবে এর আগেও অবশ্য এমন নাম রাখা হয়েছে। ঘূর্ণিঝড় সিডরের সময় এক শিশু জন্ম নেওয়ায় তার নাম রাখা হয়েছিল ‘সিডর’। সদ্যজাত শিশুর বাবা সাদিক বলেন, ‘এ ভাইরাস অত্যন্ত মারাত্মক তাতে কোনো সন্দেহ নেই। তবু অযথা ভয় না পেয়ে নির্দেশ মেনে চললেই সুরক্ষিত থাকব। করোনাভাইরাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতীক হয়ে থাকবে এ শিশু।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর