মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

শ্বশুরবাড়ি যেতে বের হয়ে দিলেন জরিমানা

নিজস্ব প্রতিবেদক

শ্বশুরবাড়ি যাওয়ার ইচ্ছায় লকডাউনের মধ্যে গাড়ি নিয়ে বের হয়েছিলেন তিনি। কিন্তু বিধি বাম। শ্বশুরবাড়ি যাওয়ার ইচ্ছার কারণেই তাকে দিতে হলো ১০ হাজার টাকা জরিমানা। রবিবার বিকালে রাজধানীর নয়াবাজার এলাকায় লকডাউন পরিস্থিতির মধ্যে গাড়ি নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে এক ব্যক্তিকে এই জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এমন আরও ২৩ জনকে সর্বমোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। র‌্যাব-১০-এর সহযোগিতায় এর আগে নকল মাস্ক তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান সংশ্লিষ্টরা জানান, এক ব্যক্তি চিটাগাং রোড থেকে প্রাইভেটকার নিয়ে মিরপুরে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। নয়াবাজার এলাকায় পৌঁছানোর পর গাড়িটি আটকে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, জানতে চান র‌্যাব সদস্যরা। জবাবে তিনি জানান শ্বশুরবাড়ি যাচ্ছেন। যেতে বাধা দেওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‌্যাব সদস্যদের সঙ্গে তর্কে জড়ান ওই ব্যক্তি। এরপর ১০ হাজার টাকা জরিমানা করে তাকে ফিরিয়ে দেওয়া হয়। সামাজিক দূরত্ব নিশ্চিত, অহেতুক বাসার বাইরে ঘোরাঘুরি করা ও গাড়ি নিয়ে বের হওয়ার কারণে ২৪ জনকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এদিকে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরাফেরা নিয়ন্ত্রণ করতে রবিবার একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। যার মধ্যে রমনা বিভাগে ১ লাখ ৬ হাজার ২০০ টাকা, লালবাগ বিভাগে ১ হাজার ৬০০ টাকা, মতিঝিল বিভাগে ৩০ হাজার ৩০০ টাকা, ওয়ারী বিভাগে ১ হাজার ৪০০ টাকা, তেজগাঁও বিভাগে ৬ হাজার টাকা, গুলশান বিভাগে ৮ হাজার টাকা ও উত্তরা বিভাগে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর