বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
এনবিআরের আদেশ জারি

পণ্য শুল্কায়ন খালাসে নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

আমদানি-রপ্তানি পণ্য শুল্কায়ন ও খালাসে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি বলেছে, দেশে পণ্য সরবরাহ শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে সব কাস্টম হাউস ও কাস্টম স্টেশনে স্বাভাবিক দাফতরিক কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে। ফলে এখন থেকে আমদানি করা যে কোনো পণ্য শুল্কায়ন করে খালাস নেওয়া যাবে। গতকাল এনবিআরের দ্বিতীয় সচিব (শুল্ক নীতি) মোহাম্মদ মেহরাজ-উল-আলম সম্রাট স্বাক্ষরিত আদেশে ওই নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশে আরও বলা হয়, এর আগে জারি হওয়া আদেশ বাতিল করা হয়েছে। সেই সঙ্গে এই আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাফতরিক কার্যক্রম পরিচালনার সময় করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এর আগে করোনা ঝুঁকি মোকাবিলায় সাধারণ ছুটির সময় শুধু নিত্যপণ্য ও ওষুধ তৈরির কাঁচামাল ও সামগ্রী শুল্কায়ন ও খালাস করা যাবে বলে রাজস্ব বোর্ড অফিস আদেশ জারি করেছিল। কিন্তু বন্দরে পণ্য জমে অচলাবস্থার দিকে যেতে থাকলে পৃথক দুটি আদেশে শিল্পের কাঁচামালসহ আরও বেশ কিছু পণ্য শুল্কায়ন ও খালাসের অনুমতি দেওয়া হয়। এই তিনটি আদেশে বাণিজ্যিক পণ্য শুল্কায়ন ও খালাসের সুযোগ দেওয়া হয়নি। প্রায় ২৭ দিন পর এখন বাণিজ্যিক পণ্য খালাসের সুযোগ দেওয়া হলো। কাস্টম হাউসে শুল্কায়নের পরই বন্দর থেকে পণ্য খালাস নেওয়ার সুযোগ পান ব্যবসায়ীরা। প্রসঙ্গত, সাধারণ ছুটি শুরু হওয়ার পর গত ২৬ মার্চ থেকে বাণিজ্যিক পণ্য শুল্কায়ন ও খালাস বন্ধ রেখেছিল কাস্টমস। এরপর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া কনটেইনার পণ্যের জটে বন্দর কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। বন্দর কর্তৃপক্ষ ও চট্টগ্রামের একটি সমন্বয় সভা থেকেও বাণিজ্যিক পণ্য শুল্কায়নে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর