বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
প্রকৃতি

সুন্দরবনের চিত্রল হরিণ লোকালয়ে

প্রতিদিন ডেস্ক

সুন্দরবনের চিত্রল হরিণ লোকালয়ে

গহিন সুন্দরবন ছেড়ে লোকালয়ে আসছে মায়াবী চিত্রল হরিণ। দুই দিনের ব্যবধানে দুটি হরিণ লোকালয়ে আসায় জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, জঙ্গল ছেড়ে মাঝেমধ্যে বন্যপ্রাণী লোকালয়ে আসে। তবে করোনার কারণে এসব হরিণ লোকালয়ে আসছে কিনা তা কেউ বলতে পারেনি। স্থানীয়রা জানান, গতকাল ভোর ৬টার দিকে সুন্দরবন থেকে পথ ভুলে লোকালয়ে চলে আসে একটি মায়াবী চিত্রা হরিণ। আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া থেকে এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে মুন্সিগঞ্জ ফরেস্ট স্টেশন ও কদমতলার স্টেশন কর্মকর্তা আবু সায়ীদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় হরিণটি ধরতে সক্ষম হন। এলাকাবাসী বলেন, ভোরে হরিণটি ঘোরাফেরা করতে দেখে মুন্সিগঞ্জ ফরেস্ট অফিসে খবর দেওয়া হয়। সকাল ১০টায় বনপ্রহরীরা এসে হরিণটি উদ্ধার করে নিয়ে যান। এ বিষয়ে বন কর্মকর্তা আবু সায়ীদ বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। হরিণটি উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষা করি। হরিণটির শরীরে কোনো ক্ষত না থাকায় ও হৃদক্রিয়া স্বাভাবিক থাকায় মুন্সিগঞ্জের ওপারে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়। মাত্র দুই দিন আগে আরও একটি হরিণ লোকালয়ে চলে এসেছিল। সেটিও উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর