শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ঢাকায় হঠাৎ ঝড় বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় হঠাৎ ঝড় বৃষ্টি

ঢাকায় ঝড়ে গতকাল সড়কের ওপর ভেঙে পড়েছে গাছ -বাংলাদেশ প্রতিদিন

বৈশাখের বিকালে হঠাৎ ঘনকালো মেঘে ঢাকা পড়ল রাজধানীর আকাশ। ভারি বৃষ্টির সঙ্গে বয়ে গেল বজ্রসহ ঝড়ো হাওয়া। গতকাল বিকালের এই কালবৈশাখীর ঝড়-বৃষ্টি স্থায়ী ছিল প্রায় আধা ঘণ্টা। ঝড়-বৃষ্টির পর পর আকাশে ঝলমলে রোদ দেখা দেয়। এরপর আবারও আকাশ কালো হতে শুরু করে। এ সময় ঢাকায় ৪৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, বজ্রবৃষ্টির সময় বিকাল ৪টা ১৫ মিনিটে ঢাকায় ৭৪ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। কারওয়ানবাজারে সোনারগাঁও হোটেলের মোড়ে একটি গাছ ভেঙে পড়ে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তা রাস্তা থেকে সরিয়ে ফেলেন। দু-একটি জায়গায় বৈদ্যুতিক গোলযোগ ও ছোটখাটো অগ্নিসংযোগের তথ্য পেলেও ফাঁকা ঢাকায় এ ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতির তথ্য পায়নি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ। শুধু রাজধানী ঢাকায়ই নয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেটসহ বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে এই ঝড় বয়ে যায়। এদিকে আবহাওয়া অধিদফতরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিজলী চমকানো এবং অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর