শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
বন্দর সচল রাখতে যত উদ্যোগ

ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাতীয় স্বার্থে জীবনের ঝুঁকি নিয়ে কর্মীরা চট্টগ্রাম বন্দর সচল রেখেছেন উল্লেখ করে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা দৃঢ়প্রতিজ্ঞ চট্টগ্রাম বন্দর সচল রাখতে। বৈশ্বিক সমস্যা মোকাবিলায় আমরা সচেষ্ট। গতকাল বন্দর ভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন। নৌ-প্রতিমন্ত্রী বলেন, ২৬ মার্চ থেকে এখন পর্যন্ত সাংবাদিকরা আমাদের সাহস দিয়ে যাচ্ছেন। যদিও নেতিবাচক সংবাদের দিকেই পাঠকের আকর্ষণ বেশি, তারপরও বৈশ্বিক এই সংকটকালে সাংবাদিকরা বাস্তবতার সঙ্গে রয়েছেন। এ সময় প্রতিমন্ত্রী, যে কোনো মূল্যে নৌপথে পণ্য পরিবহন নিশ্চিত করার আহ্বান জানান এবং শ্রমিকদের সুরক্ষা ও বেতন-ভাতা সঠিক সময়ে দেওয়ার নির্দেশনা দেন। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, কন্টেইনার জট নিরসনে সব পণ্য অফডকে সরিয়ে নেওয়ার জন্য অনুমোদন পেতে যাচ্ছি। এর ফলে ১৮ হাজার কন্টেইনার অফডকে নেওয়া যাবে। বিকালের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসবে আশা করি। সচিব বলেন, আমাদের টার্গেট জট কমানো। বিজিএমইএ, বিকেএমইএসহ আমদানিকারকদের স্টোর রেন্ট মওকুফের সুযোগ দেওয়া হয়েছে। এ সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শেখ আবুল কালাম আজাদ, বন্দরের সদস্য মো. জাফর আলম, বন্দর সচিব মো. ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর