শিরোনাম
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সা’দত হুসাইনের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

সা’দত হুসাইনের দাফন সম্পন্ন

মন্ত্রিপরিষদের সাবেক সচিব ও পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইনকে গতকাল বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-১  আবাসিক এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় মন্ত্রিপরিষদ সচিবসহ  সরকারের বর্তমান ও সাবেক কয়েকজন সচিব, সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে তার নামাজে জানাজা হয় নিকুঞ্জ-১ এর মসজিদে। গত বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধা সা’দত হুসাইন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে এবং অনেক স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

পারিবারিক সূত্র জানায়, ১৩ এপ্রিল ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। ১০ দিন ধরে সেখানেই চিকিৎসা চলে। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগছিলেন। ১৯৭০ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেওয়া ড. সা’দত হুসাইন ১৯৭১ সালে মুজিবনগর সরকারের মন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলীর একান্ত সচিব ছিলেন। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ছিলেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান। এক সময় তিনি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। চাকরি থেকে অবসর শেষে লেখালেখি ও সমাজসেবার মধ্য দিয়েই তিনি সময় কাটাতেন। মাঝেমধ্যে অংশ নিতেন টেলিভিশন টকশোয়। দক্ষ, সজ্জন ও নীতিনিষ্ঠ হিসেবে স্বনামখ্যাত ড. সা’দতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশমন্ত্রী শাহাবউদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী,  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর