শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

আট হাজার চিকিৎসক নার্স নিয়োগের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্বাস্থ্যসেবায় গতি বাড়াতে আরও দুই হাজার চিকিৎসক ও ছয় হাজার নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল এই তথ্য জানান। মন্ত্রী বলেন, বিভিন্ন হাসপাতালে রোগীদের সেবা দিতে গিয়ে বেশ কিছু চিকিৎসক-নার্স এবং স্বাস্থ্যকর্মী কভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এ জন্য ২ হাজার নতুন ডাক্তার এবং ৬ হাজার নতুন নার্স নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কভিড-১৯ মহামারীর বর্তমান সংকটে এই নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবা আগামীতে আরও জোরদার হবে বলে আশা করছেন তিনি। জাহিদ মালেক বলেন, কভিড-১৯ চিকিৎসার জন্য যেহেতু নতুন নতুন হাসপাতাল তৈরি হচ্ছে, এ ছাড়া কিছু ডাক্তার-স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে যেতে হয়েছে, সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২ হাজার নতুন ডাক্তার এবং ৬ হাজার নতুন নার্স নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের হিসাব মতে, কভিড-১৯ সংক্রমণ শুরু হওয়ার পর গতকাল পর্যন্ত সারা দেশে ২১৫ জন চিকিৎসক, ৬৬ জন নার্স এবং ১৮৮ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর