শনিবার, ২৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ক্ষতিগ্রস্ত ৫৪ লাখ ক্ষুদ্র ব্যবসায়ী

করোনাভাইরাসের ভয়াবহ প্রভাবে সারা দেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৩ লাখ ৭২ হাজার ৭১৬টি প্রতিষ্ঠানের ক্ষুদ্র, পাইকারি ও খুচরা ব্যবসায়ী। দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় এসব ব্যবসায়ী পথে বসে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা না পাওয়ার শঙ্কাও করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা বলছেন, ব্যাংকগুলো ছোট গ্রাহকদের ঋণ দিতে আগ্রহী নয়। তাই প্রণোদনার টাকা রাষ্ট্রীয় ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক প্রতিষ্ঠান-পিকেএসএফের মাধ্যমে প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে দিতে হবে। গ্রামীণ নারী উদ্যোক্তাদের বাঁচাতে সরকারের সহায়তাও চেয়েছেন ব্যবসায়ী নেতারা। তাদের সঙ্গে কথা বলেছেন জ্যেষ্ঠ প্রতিবেদক রুহুল আমিন রাসেল

সর্বশেষ খবর