শনিবার, ২৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
রানা প্লাজা ট্র্যাজেডির সাত বছর

ভবন মালিক ছাড়া বাকি আসামিরা জামিনে

সাভার প্রতিনিধি

সাভারে বহুল আলোচিত রানা প্লাজা ধসের সাত বছর পূর্তি আজ। ২০১৩ সালের এই দিনে রানা প্লাজার নয়তলা ভবন ধসে নিহত হন ১ হাজার ১৩৮ জন শ্রমিক। এই ট্র্যাজেডিতে প্রায় আড়াই হাজার আহত শ্রমিক আজও সেই ভয়াল দিনের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। ভবনধসের সাত বছর পার হলেও অনেক নিহত শ্রমিকের স্বজন ও আহত শ্রমিকরা পাননি ক্ষতিপূরণ ও পুনর্বাসনের সুবিধা। ফলে অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে না পারায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি অনেক আহত শ্রমিক।  ক্ষতিগ্রস্তের শিকার শ্রমিকদের আজও তাদের অধিকার ও ক্ষতিপূরণের জন্য সংগ্রাম করতে হচ্ছে। গতকাল ১১ দফা দাবিতে রানা প্লাজার সামনে কর্মসূচি পালন করেছেন তারা। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করার জন্য গতকাল বিভিন্ন শ্রমিক সংগঠন, নিহত শ্রমিকদের পরিবারের সদস্য এবং আহত শ্রমিকরা রানা প্লাজার অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তবে আসেনি অন্যান্য বছরের মতো দেশি-বিদেশি দর্শনাথী, শ্রমিক সংগঠন ও সর্বস্তরের লোকজন। নিহত শ্রমিকদের স্মরণে রানা প্লাজার অস্থায়ী বেদিতে সরকারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাভারের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহফুজ। এ ছাড়াও অস্থায়ী বেদিতে মোমবাতি প্রজ্জ্বালন করে বিভিন্ন সংগঠন।

ভবনধসে হতাহতের ঘটনায় ১৪টি মামলা হয়। তবে তার অগ্রগতি নেই বললেই চলে। মামলাগুলোতে বিভিন্ন সময়ে রানা প্লাজার মালিক রানা, সাভারের জনপ্রতিনিধি, প্রকৌশলীকে জেলে যেতে হয়েছে। তবে ভবন মালিক ছাড়া বর্তমানে সবাই জামিনে।

সর্বশেষ খবর