শনিবার, ২৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
কৃষি সংবাদ

পিরোজপুরে লোকালয়ে চিত্রা হরিণ

প্রতিদিন ডেস্ক

পিরোজপুরে লোকালয়ে চিত্রা হরিণ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার লোকালয়ে আসা একটি চিত্রা হরিণ গতকাল উদ্ধার করেছে বন বিভাগ। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ হরিণটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে। বন বিভাগ জানায়, গতকাল সকালে উপজেলার উত্তর সোনাখালী গ্রামের ধানখেত থেকে হরিণটি আটক করে গ্রামবাসী। এর আগে উপজেলার উত্তর  সোনাখালী গ্রামের এক বাড়ির উঠানে হরিণটিকে শুয়ে থাকতে দেখে বাড়ির লোকজন। এরপর তারা ঘর থেকে বের হলে হরিণটি দৌড়ে পাশের একটি ধানখেতে চলে যায়। স্থানীয় লোকজন সকাল ৮টার দিকে ধানখেত থেকে হরিণটি ধরতে সক্ষম হন। স্থানীয়রা জানান, হরিণটি পথ ভুলে বলেশ্বর নদ পার হয়ে লোকালয়ে ঢুকে পড়তে পারে। তবে ইদানীং একটি চক্র সুন্দরবন থেকে ফাঁদ পেতে হরিণ শিকার করে উপকূলীয় এলাকায় এনে মাংস বিক্রি করছে। হরিণটি শিকারিদের কাছ থেকে ছুটে ওই বাড়িতে আশ্রয় নিতে পারে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান বলেন, হরিণটি উদ্ধার করে পাথরঘাটার জ্ঞানপাড়া বন বিভাগের টহল দলের ক্যাম্প ইনচার্জ মুহা. সাদিক মাহামুদের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে সুন্দরবনের কোনো হিংস্র প্রাণীর ধাওয়া খেয়ে হরিণটি পথ হারিয়ে নদী পার হয়ে লোকালয়ে ঢুকে পড়েছে।

সর্বশেষ খবর