রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
মহামারীতেও থামছে না অপরাধ

চট্টগ্রামে এবার শালিস বৈঠকে খুন, ডাবল মার্ডারে গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কর্ণফুলী থানার খুইদ্দারটেক এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে খুন হয়েছে এক যুবক। চুরির ঘটনা নিয়ে সৃষ্ট কলহ মেটাতে বসা এক শালিসি বৈঠকে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছে ওই যুবক। তার নাম আরিফ দোভাষ (২০)। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরিফ দোভাষ খুইদ্দারটেক এলাকার আহমদ হোসেনের ছেলে। এ ঘটনায় পারভেজ (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। তবে এ ঘটনার প্রধান অভিযুক্ত কাউসার পলাতক রয়েছে বলে জানা গেছে। ঘটনার পর পুলিশ আসামিকে আটক করতে গেলে স্থানীয়রা পুলিশকে বাধা দেয়। পরে র‌্যাব সদস্যরা গিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, একটি বাড়িতে চুরির ঘটনায় স্থানীয়ভাবে সকালে এক সালিশি বৈঠক বসে। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে কাউসারসহ কয়েকজন আরিফকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে  নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, আরিফ দোভাষের আপন চাচাতো ভাই ওয়াহিদের ঘরে চুরি হয়। এ ব্যাপারে তারা কাউসারকে সন্দেহ করে। পারিবারিকভাবে মীমাংসার জন্য সালিশ ডাকে। সালিশ শুরু হওয়ার আগেই কথা কাটাকাটির একপর্যায়ে কাউসার ছুরি দিয়ে আঘাত করলে আরিফ দোভাষ ঘটনাস্থলে মারা যায়। ওয়াহিদ ঘটনাস্থলে উপস্থিত ছিল না। কাউসারসহ সবাই একই বাড়ির লোক, পাশাপাশি ঘর। চুরির জিনিস কিছু গতকাল কাউসারের ঘরে পাওয়া গিয়েছিল।

চট্টগ্রামে দুই কিশোর খুনে পাঁচজন গ্রেফতার : চট্টগ্রামে দুই কিশোর খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ মানিক, আশিকুর ইসলাম রকি, বাহার হোসেন, মো. হোসেন। ঘটনার পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সীতাকুন্ড থানা পুলিশ। সীতাকুন্ডের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই কিশোর খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে পুলিশ। এর আগে শুক্রবার রাতে এ ঘটনায় নিহত কিশোর শাহীনের বাবা নায়েব আলী বাদী হয়ে সীতাকুন্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতার হওয়া পাঁচজনসহ ১২ জনকে আসামি করা হয়। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে সীতাকুন্ডের সদরে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হাতে খুন হন মোহাম্মদ শাহীন ও মোহাম্মদ জাহিদ। নিহত দুই যুবকই উপজেলার দক্ষিণ মহাদেবপুর এলাকার বাসিন্দা।

সর্বশেষ খবর