মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বড় ধাক্কা সামলানোর প্রস্তুতি নিতে হবে

--- ড. হোসেন জিল্লুর রহমান

বড় ধাক্কা সামলানোর প্রস্তুতি নিতে হবে

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, সামনে বেকারত্ব নিয়ে বড় ধরনের ধাক্কা আসবে। সেটা সামলানোর প্রস্তুতিটা নিতে হবে এখনই। করোনাভাইরাসের প্রকোপে বিশ্বব্যাপীই এর প্রভাব পড়বে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা। সেখানে বেকারও হবে বেশি সংখ্যক মানুষ। তবে ভিয়েতনাম খুব আশ্চর্যজনক কিছু করেছে। তাদের এখনো একজন লোকও করোনায় মারা যায়নি। তারা এখন আমাদের সমান আছে। করোনা শেষে হয়তো তারা আমাদের থেকে অনেক ওপরে চলে যাবে। করোনাভাইরাসের প্রভাবকে কেন্দ্র করে বেকারত্বের দুইটা দিক। একটা হচ্ছে কর্মহীনতা। অর্থাৎ ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকার কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা হয়তো আবার কাজে যোগ দিতে পারবেন। অন্যটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বা অবকাঠামোগত বেকারত্ব। অর্থাৎ অনেকেই চাকরি হারাবেন। আবার এখন যারা কর্মহীন তাদেরও কাজ পেতে সমস্যা হবে। ফলে ওই সমস্যা সবচেয়ে বেশি জটিল।

তিনি বলেন, ‘যে দেশ যত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে পারবে, তারা ততটা কম ক্ষতিগ্রস্ত হবে। এখানে সরকারের পলিসিগত বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। মানুষকে কাজ পাইয়ে দিতে কে কোন ধরনের পলিসি নিচ্ছে। এ মুহূর্তে সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রবাসীরা, যারা দেশে ফিরে এসেছেন, তাদের কাজ থাকবে কিনা, তারা ফিরে গিয়ে নিজ নিজ কাজে যোগ দিতে পারবেন কিনা সেটাও গুরুত্বপূর্ণ।’ হোসেন জিল্লুর বলেন, ‘এ মুহূর্তে যারা দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছেন, তাদের মধ্য থেকে অনেকেই নতুন করে বেকার হয়ে যাবেন।

 তবে আমাদের জন্য একটা সুখবর থাকতে হবে। সেটি হলো যদি আমরা খুব বেশি ক্ষতিগ্রস্ত না হই, তাহলে অন্য দেশে আবার রপ্তানির সুযোগ তৈরি হবে। আরেকটা বিষয় হলো, আমাদের জনসংখ্যা বেশি হওয়ায় চাহিদাও বেশি। এই চাহিদা ধরে রাখতে পারলে কাজের পরিধি বাড়বে। নতুন নতুন কর্মংস্থানের সুযোগ তৈরি হবে। সেগুলোকে কাজে লাগাতে হবে।’

সর্বশেষ খবর