মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

থানচিতে আগুনে পুড়ে গেল সব

বান্দরবান প্রতিনিধি

থানচিতে আগুনে পুড়ে গেল সব

বান্দরবানের থানচি বাজারে গতকাল ভোরে আগুন লেগে তিন শতাধিক দোকান পুড়ে যায় -বাংলাদেশ প্রতিদিন

বান্দরবানের থানচি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় চার শ দোকান ও বসতঘর ভস্মীভূত হয়েছে। গতকাল সকালে এ আগুনের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল ভোররাতে সেহরি খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। এ সময় থানচি বাজারের প্রবেশমুখ মসজিদ সড়কের পাশে একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বাজারের বিভিন্ন দোকানে থাকা মালামাল দাউ দাউ করে জ্বলতে থাকে। সেনাবাহিনী, পুলিশসহ স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে বান্দরবান ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা মিলে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাথমিক হিসাবে অগ্নিকান্ডে অন্তত ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হলেও বাজার ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রায় ৪০ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ৩৮বিজিবি অধিনায়ক লে. কর্নেল তানবির হাসান মজুমদার, ১৬ ইসিবির মেজর কিবরিয়া, থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং, নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল, থানা অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর