মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

পুকুরপাড়ে স্বাস্থ্যকর্মীর কোয়ারেন্টাইন

উদ্ধার করে বাড়িতে নিল পুলিশ

গোপালগঞ্জ প্রতিনিধি

পুকুরপাড়ে স্বাস্থ্যকর্মীর কোয়ারেন্টাইন

পুকুরপাড়ে ঝুপড়ি ঘরে স্থান হয়েছে স্বাস্থ্যকর্মীর -বাংলাদেশ প্রতিদিন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নির্দেশে মজাপুকুরে তালপাতা দিয়ে বানানো ঝুপড়িঘরে কোয়ারেন্টাইনে রাখা ঢাকাফেরত ওই নারী স্বাস্থ্যকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে কোটালীপাড়া থানা পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। পরে তাদের ঘরের পাশে একটি ছাপরা ঘর তুলে সেখানে রাখা হয়। এ ছাড়া পুলিশ তালপাতার সেই ঝুপড়িঘর ভেঙে দিয়েছে। স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে তালপাতার ঝুপড়িতে রাখার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হওয়ার পর তোলপাড় শুরু হলে পুলিশ ব্যবস্থা নেয়। জানা গেছে, ঢাকার বেসরকারি হাসপাতালের ২১ বছর বয়সী স্বাস্থ্যকর্মী করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্তৃপক্ষ তাকে ছুটি দেয়। এই অবস্থায় গত ২১ এপ্রিল তিনি বাড়িতে আসেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রশান্ত বাড়ৈর নির্দেশে এলাকাবাসী তাকে তার বাড়ির প্রায় ৪০০ মিটার দূরে একটি নির্জন স্থানে মজাপুকুরে তালপাতা দিয়ে ঝুপড়ি ঘর বানিয়ে কোয়ারেন্টাইনে রাখেন। এরপর থেকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই নারী স্বাস্থ্যকর্মী ওখানে অবস্থান করেন। মেয়েটির মায়ের অভিযোগ, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রশান্ত বাড়ৈ চাপ সৃষ্টি করে তার মেয়েকে তালপাতা দিয়ে বানানো একটি ঝুপড়িঘরে রেখেছিলেন।

 তিনি ওই আওয়ামী লীগ নেতার শাস্তি দাবি করেন। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা প্রশান্ত বাড়ৈ বলেন, এলাকাবাসীর সিদ্ধান্তে ওই নারী স্বাস্থ্যকর্মীকে পুকুরের মধ্যে ঝুপড়িঘর তৈরি করে সেখানে রাখা হয়েছিল।

সর্বশেষ খবর