মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বেতন-ভাতা ও কারখানা খোলার দাবিতে বিক্ষোভ শ্রমিকদের

প্রতিদিন ডেস্ক

বকেয়া বেতন পরিশোধ ও লে-অফ থাকা কারখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল গাজীপুরের গার্মেন্ট শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এদিকে আশুলিয়ায় সিগমা ফ্যাশন লিমিটেডের ৭১১ জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন শ্রমিকরা। এছাড়া চার মাসের বেতন বকেয়াসহ বিভিন্ন দাবিতে রাজশাহী চিনিকলে (রাচিক) বিক্ষোভ করেছেন শ্রমিক-কর্মচারীরা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-গাজীপুর : মহানগরীর ভোগড়া এলাকায় বকেয়া বেতন পরিশোধ ও লে-অফ থাকা কারখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল সকালে শ্রমিকরা বিক্ষোভ, মোটরসাইকেল, বাইসাইকেলে অগ্নিসংযোগ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জালাল উদ্দিন জানান, ভোগড়া এলাকার স্টাইলিস গার্মেন্ট কারখানা কর্তৃপক্ষ এক মাস আগে ৩০ এপ্রিল পর্যন্ত কারখানা লে-অফ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয়। লে-অফ করার আগে ৩০ জন শ্রমিকের বেতন এবং ৮০ জন স্টাফের ৬০ শতাংশ বেতন বকেয়া ছিল। সাভার : আশুলিয়ায় সিগমা ফ্যাশন লিমিটেডের ৭১১ জনকে ছাঁটাইয়ের প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে গতকাল তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন শ্রমিকরা। সকাল থেকে কারখানার সামনে তারা অবস্থান নেন। দুপুর দেড়টার সময় সড়কে বিক্ষোভ মিছিল করেছেন প্রায় পাঁচ শতাধিক শ্রমিক। এর আগে, গত শনিবার সকালে অন্যায়ভাবে কারখানার দেয়ালে নোটিস টাঙিয়ে ৭১১ জন শ্রমিক ছাঁটাই করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে ওই দিন থেকে আন্দোলন করছেন শ্রমিকরা। রাজশাহী : করোনাভাইরাস সংকট মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষা ছাড়া শ্রমিকদের কাজে যোগদানের আদেশ উপেক্ষা করে চার মাসের বেতন বকেয়াসহ বিভিন্ন দাবিতে রাজশাহী চিনিকলে (রাচিক) বিক্ষোভ করেছে শ্রমিক-কর্মচারীরা। গতকাল সকালে চিনিকল প্রশাসনিক ভবনের সামনে এ বিক্ষোভ করেন তারা। রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এস এম সেলিম বলেন, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সদর দফতর থেকে চিঠি এসেছে। যেখানে সীমিত আকারে সামাজিক দূরত্ব বজায় রেখে অফিসের কাজের বিষয়ে বলা হয়েছে। মিল-কারখানার কিছু যন্ত্রপাতি আছে যেগুলো প্রতিনিয়ত যত্ন নিতে হয়। এমন কর্মচারীরা না এলে যন্ত্র নষ্ট হবে। তিনি আরও বলেন, মিলের কর্মরতরা বেতন না পাওয়ায় অনেক কষ্টে দিন যাপন করছেন। বেতন-ভাতার বিষয়ে সদর দফতরে জানানো হয়েছে।

চিনি বিক্রি করে বেতন-ভাতা দেওয়ার বিষয়ে বলা হয়েছে। চিনি বিক্রির টাকায় বেতন-ভাতা ও আখের মূল্য পরিশোধ করা হচ্ছে।

সর্বশেষ খবর