বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

লাশের ছবি দেখে ক্লান্ত মার্কিন চিকিৎসকের আত্মহত্যা

প্রতিদিন ডেস্ক

করোনাভাইরাসের বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়া শীর্ষ একজন মার্কিন চিকিৎসক আত্মহত্যা করেছেন। ডা. লোরনা ব্রিন ম্যানহাটনের নিউইয়র্ক-প্রেসবিটারিয়ান অ্যালেন হাসপাতালের জরুরি বিভাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। করোনাভাইরাসের কারণে অসংখ্য মানুষের মৃত্যু এবং ভোগান্তির সাক্ষী হয়ে মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, শরীরে নিজের করা জখমের কারণে রবিবার তার মৃত্যু হয়। ৪৯ বছর বয়সী ওই চিকিৎসকের বাবা ডা. ফিলিপ ব্রিন নিউইয়র্ক টাইমসকে বলেছেন, দায়িত্ব পালনের চাপ থেকে আত্মহননের পথ বেছে নিয়েছেন। তার মেয়ের কোনো মানসিক অসুস্থতা ছিল না বলে জানিয়েছেন। দায়িত্ব পালনকালে লোরনা ব্রিন নিজেও করোনাভাইরাসে সংক্রমিত হন এবং সুস্থ হওয়ার দেড় সপ্তাহ পর তিনি আবার কাজে ফেরেন। শেষবার যখন মেয়ের সঙ্গে তার কথা হয়, তখন মেয়েকে কিছুটা বিচ্ছিন্ন মনে হয়েছে এবং তিনি বাবাকে বলছিলেন, করোনাভাইরাস আক্রান্তরা কীভাবে মারা যাচ্ছেন সেখানে, কখনো কখনো অ্যাম্বুলেন্স থেকে নামানোর আগেই। করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২০০ শয্যার হাসপাতালটিতে কয়েক দিনে ডজনখানেক মানুষ মারা গেছেন। জরুরি বিভাগে কাজ করার কারণে তার মেয়ে একেবারে সামনের সারিতে কাজ করতেন বলে লোরনাকে বেশ মানসিক ধকল সহ্য করতে হয়েছে।

সর্বশেষ খবর