বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

গ্রামের শ্রমিকরা ঘরে বসে বেতন পাবেন : বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প-কারখানা খোলা হলেও গ্রামে অবস্থানরত শ্রমিকরা ঘরে বসে বেতন পাবেন বলে জানিয়েছে মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ। সংগঠনটি গতকাল এক বার্তায় বলেছে- ঢাকার বাইরে অবস্থানরত পোশাক শ্রমিকদের এখন ঢাকায় আসার প্রয়োজন নেই। তাদের বেতন পৌঁছে দেওয়া হবে। বিজিএমইএ জানায়, যাতে সহজে ঘরে বসে বেতন-ভাতা পান এ জন্য মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ে প্রায় ২৫ লাখ নতুন অ্যাকাউন্ট খুলেছেন পোশাক শ্রমিকরা। দেশের যেখানেই থাকুক না কেন, সেখানেই বেতন পৌঁছে দেওয়া সম্ভব। এদিকে এজেআই গ্রুপ ইন্ডাস্ট্রিয়াল পার্কের চেয়ারম্যান ও অভিনেতা অনন্ত জলিল এক বার্তায় বলেছেন, দেশের তৈরি পোশাকশিল্পে অন্ততপক্ষে ছয় হাজার কারখানা রয়েছে। কিছু গার্মেন্টে বেতন হয়নি তাই বলে সমগ্র গার্মেন্ট সেক্টরকে দোষারোপ করা যাবে না। তিনি বলেন, ছয় হাজার গার্মেন্টের মধ্যে মাত্র এক থেকে দেড়শ কারখানার এক লাখ শ্রমিকের বেতন দেওয়া হয়নি। কারখানাগুলো সাব-কন্ট্রাক্টকে চলে। আমরা যারা শ্রমিকদের বেতন এবং স্বাস্থ্য সুরক্ষা দিয়ে কাজ করাচ্ছি তাদের কথা চিন্তা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর