শুক্রবার, ১ মে, ২০২০ ০০:০০ টা

ত্রাণের দাবিতে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে চেয়ারম্যানকে পিটুনি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ত্রাণের দাবিতে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে চেয়ারম্যানকে পিটুনি দিয়েছেন ত্রাণবঞ্চিত গ্রামবাসী। গতকাল সকালে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, ঝিনাইদহ শহর থেকে তিন কিলোমিটার দূরে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের চেয়ারম্যান কে এম নজরুল ইসলাম। সকালে ওই ইউনিয়নের বাড়িবাথান, ফকিরাবাদ ও রাজাপুর গ্রামের কয়েকশ নারী-পুরুষ ইউনিয়ন পরিষদ ঘেরাও করেন। তারা ত্রাণের দাবিতে বিক্ষোভ করতে শুরু করেন। তাদের দাবি, চেয়ারম্যান কয়েকবার তাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড নিয়েছেন কিন্তু কোনো ত্রাণ সহায়তা দেননি। এ সময় চেয়ারম্যান নজরুল ইসলাম বিক্ষোভকারী এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে উপস্থিত বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা চেয়ারম্যানের ওপর চড়াও হয়ে মারপিট শুরু করেন। চেয়ারম্যান দৌড়ে ইউনিয়ন পরিষদ ভবনে আশ্রয় নেন। এ সময় চেয়ারম্যানের সহযোগীরা তাকে ইউনিয়ন পরিষদের ভিতরে নিয়ে রক্ষা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বিষয়টি ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন চেয়ারম্যান নজরুল ইসলাম। তিনি বলেন, গ্রামে গ্রামে দুস্থদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। অচিরেই তাদের ত্রাণ সহায়তা দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর