শুক্রবার, ১ মে, ২০২০ ০০:০০ টা

দুই হাজার চিকিৎসক ও পাঁচ হাজার নার্স নিয়োগের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

দুই হাজার চিকিৎসককে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। ৩৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা নিয়োগ পাননি তাদের মধ্য থেকেই নিয়োগ দেওয়ার জন্য এ সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ৫ হাজার ৫৪ জনকে সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

গতকাল পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী ২ হাজার চিকিৎসক এবং হাসপাতালে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ ও কভিড-১৯-এর সংক্রমণ মোকাবিলায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে ৫ হাজার ৫৪ জনকে নার্স হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এখন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এদের নিয়ে পদায়ন করলেই তারা কাজে যোগ দিতে পারবেন। ৩৯তম বিশেষ বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ না থাকায় ৮ হাজার ১০৭ জন নিয়োগের জন্য সুপারিশ পাননি। এদের মধ্য থেকে ২ হাজার জনকে সহকারী সার্জন পদে নিয়োগের সুপারিশ করা হলো। পিএসসি বলছে, অতি সম্প্রতি বিজ্ঞাপিত কিন্তু আবেদনকৃত প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়নি এমন সিনিয়র স্টাফ নার্সের পদগুলো সংরক্ষিত রেখে ৫ হাজার ৫৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর