শুক্রবার, ১ মে, ২০২০ ০০:০০ টা
ত্রাণ নিয়ে অনিয়ম

বরখাস্ত আরও তিন জনপ্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগে আরও তিন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এদের একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, একজন ইউপি সদস্য ও একজন পৌর কাউন্সিলর। গতকাল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ত্রাণে অনিয়মের অভিযোগে এ নিয়ে এখন পর্যন্ত ৪২ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। এর মধ্যে ১৭ জন ইউপি চেয়ারম্যান, ২৩ জন ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য ও একজন পৌরসভার কাউন্সিলর। গতকাল যাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে তারা হলেন- ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমানত উল্লাহ আলমগীর ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মানকোন ইউপির ১, ২, ৩ ওয়ার্ডের সংরক্ষিত (মহিলা) সদস্য নাজমিন আক্তার লাভলী এবং রাজশাহীর চারঘাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু আহম্মেদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর