শুক্রবার, ১ মে, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

করোনাভাইরাসের ১৩ উপসর্গ চিহ্নিত করল জাপান

নিজস্ব প্রতিবেদক

এবার করোনাভাইরাসের ১৩টি উপসর্গ চিহ্নিত করেছে জাপান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ উপসর্গ দেখা দেওয়া ব্যক্তিদের দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুপারিশ করেছে। হালকা উপসর্গ দেখা দেওয়া ব্যক্তিদের জন্য এ সুপারিশ করা হলেও অন্যদেরও এ উপসর্গগুলো লক্ষ্য রেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা বলেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ১৩ উপসর্গ হচ্ছে- ১. ঠোঁট বেগুনি রঙের হয়ে যাওয়া, ২. দ্রুত শ্বাস নেওয়া, ৩. হঠাৎ দম বন্ধ হয়ে আসার অনুভূতি, ৪. অল্প একটু হাঁটাচলা করাতেই শ্বাস নিতে কষ্ট হওয়া, ৫. বুকে ব্যথা, ৬. শুয়ে থাকতে না পারা, উঠে না বসলে শ্বাস নিতে না পারা, ৭. শ্বাস নিতে কষ্ট হওয়া, ৮. হঠাৎ শব্দ করে শ্বাস নিতে শুরু করা, ৯. অনিয়মিত নাড়ির স্পন্দন ১০. মলিন চেহারা, ১১. অদ্ভুত আচরণ করা, ১২. অন্য মনস্কভাবে প্রশ্নের উত্তর দেওয়া, ১৩. বিভ্রান্ত হয়ে যাওয়া, উত্তর দেওয়ায় অপারগতা। জাপানে বর্তমানে হালকা উপসর্গ দেখা দেওয়া অনেক রোগীকে বাড়িতে থাকতে কিংবা বিশেষ ব্যবস্থায় হোটেলে রাখা হয়েছে। হাসপাতালগুলোর ওপর অযথা চাপ সৃষ্টি হওয়া কিছুটা হলেও কমিয়ে আনতে এ ব্যবস্থা। রোগীদের মধ্যে ১৩টি উপসর্গের যেকোনো একটি দেখা গেলে দ্রুত এদের হাসপাতালে স্থানান্তরিত করতে বলা হয়েছে।

জাপান সরকার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসায় সাফল্য অর্জনের লক্ষ্যে জরুরি অবস্থার মেয়াদ আরও এক মাস বাড়িয়ে নেওয়ার চিন্তাভাবনা করছে। এপ্রিল মাসের ৭ তারিখ থেকে কার্যকর হওয়া জরুরি অবস্থা মে মাসের ৬ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে নাগরিক জীবনের সব রকম কর্মকা  অচল করে দেওয়া না হলেও যতটা সম্ভব ঘরের ভিতরে থাকার অনুরোধ নাগরিকদের প্রতি জানানো হয়েছে এবং দেশের স্কুলগুলো বন্ধ রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর