রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

মারাত্মক অস্থিরতা তৈরি হবে

অধ্যাপক ড. মেহতাব খানম

মারাত্মক অস্থিরতা তৈরি হবে

বিশিষ্ট মনোবিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহতাব খানম বলেছেন, কভিড-১৯ এর প্রভাবে বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সারি লম্বাই হবে, যা সমাজে মারাত্মক অস্থিরতা তৈরি করবে। ক্ষুধার কারণে মনুুষ্যত্ব লোপ পাবে। ফলে অপরাধ প্রবণতা বাড়বে। মানুষে মানুষে হানাহানি  বাড়বে। সম্প্রতি তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মানুষ এমনিতেই প্রচ- রকমের বৈষ্যমের শিকার। রাস্তায় ব্যক্তিগত গাড়ির প্রতি সাধারণ ও অধিকার বঞ্চিত মানুষের ক্ষোভ রয়েছে। গাড়ি দেখলেই গালমন্দ করে। এটা আরও বাড়বে। আমাদের জাতীয় সমস্যা হচ্ছে আমরা বৈষম্য কমিয়ে আনতে পারিনি। অধ্যাপক মেহতাব খানম বলেন, আমাদের সব কাজের কেন্দ্রবিন্দু ঢাকা। এটা আরেকটা বড় সমস্যা। ফলে সবাই কাজের খোঁজে এখানেই আসে। করোনা মহামারীতেও মানুষ দলে দলে ঢাকায় আসছে। শুধু গার্মেন্ট কর্মীরা আসছেন তা নয়। সব শ্রেণির মানুষই ঢাকায় ঢুকছে। অথচ প্রতিদিন সংক্রমণের হারও বাড়ছে। একটা বিষয় দেখুন, এখন আমেরিকাতে কিন্তু সংক্রমণের হার কমে গেছে। সেখানে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও কমছে। আর আমাদের এখানে প্রতিদিনই বাড়ছে। এটা তো দীর্ঘায়িত হবে বোঝাই যাচ্ছে। ফলে সংকটও দীর্ঘায়িত হবে। এটার সমাধান কী হতে পারে সেটা আসলে আমাদের কাছে এই মুহূর্তে নেই। আমার মনে হয় বিশ্বও কারও কাছেই আপাতত এর সমাধান নেই।

 তবে সংক্রমণের হার কমাতে পারলে ক্ষতির পরিমাণও কম হবে। আমরা তো সেটা করতে পারিনি। তিনি বলেন, মানুষ কাজ না পেলে খাবার পাবে না। ফলে মানুষ পাগলের মতো হয়ে যাবে। মুনষ্যত্ব লোপ পাবে। একে অপরকে মারতেও দ্বিধা করবে না। ফলে সমাজে অস্থিরতা তৈরি হবে।

তিনি বলেন, একটা মানুষ ১২টি হাসপাতালে ঘুরে ভর্তি হতে পারে না। ১৩তম হাসপাতালে গিয়ে মারা যায়। এর চেয়ে মানসিক চাপ আর কী হতে পারে। এখানে বেকার হওয়ার প্রয়োজন হবে না। এটা ভাবলেই মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে। এখনই দেখেন সেবা না পেয়ে মারা যাচ্ছে। লাশের কাছে কেউ যাচ্ছে না। স্বাস্থ্যকর্মীকে সময়মতো পাওয়া যাচ্ছে না। এসবই তো মানুষের মনকে প্রভাবিত করবে। আমরা তো প্ল্যান করে কিছু করতে পারিনি। কোথায় কয়টা হাটবাজার, মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ, হাসপাতাল হবে, কতজন চিকিৎসা দেবে, কারা সেবা দেবে, কোন এলাকায় কী হবে এর কোনোটাই তো করতে পারিনি। ফলে আজকের পরিস্থিতি তো আমাদেরই তৈরি।

 

সর্বশেষ খবর