রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

২ হাজার পুলিশকে নিয়মিত ইফতার করাচ্ছে বসুন্ধরা

নিজস্ব প্রতিবেদক

২ হাজার পুলিশকে নিয়মিত ইফতার করাচ্ছে বসুন্ধরা

এভাবে প্রতিদিন ইফতারের প্যাকেট তৈরি করে পাঠানো হয় পুলিশ সদস্যদের মাঝে -বাংলাদেশ প্রতিদিন

দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশজুড়ে সুরক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি প্রথম রোজা থেকে প্রতিদিন প্রায় ২ হাজার পুলিশ সদস্যকে ইফতার করাচ্ছে বসুন্ধরা গ্রুপ। দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত বসুন্ধরা গ্রুপের উদ্যোগে  ঢাকা উত্তর ও দক্ষিণের ট্রাফিক বিভাগ, গুলশান, ভাটারা, খিলক্ষেত, বনানীসহ মহানগর পুলিশের বিভিন্ন স্টেশনে সময়মতো ইফতার বক্স পৌঁছে দেওয়া হচ্ছে। বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, রমজান মাসজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই অসহায় মানুষের পাশে আছে বসুন্ধরা গ্রুপ। নগদ অর্থ, খাদ্য, চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পৌঁছে দিয়েছে রাষ্ট্রীয় কোষাগারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থায়। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‌্যাবসহ করোনা যুদ্ধের সম্মুখ সেনাদের বিভিন্ন সুরক্ষাসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় করোনা আক্রান্তদের চিকিৎসায় দেশের সবচেয়ে বড় হাসপাতাল এখন উদ্বোধনের অপেক্ষয়।

সর্বশেষ খবর