রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

আটকে পড়া ব্রিটিশ ও বাংলাদেশিদের আনা নেওয়ার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস মহামারীর কারণে আটকে পড়া ব্রিটিশ ও বাংলাদেশি নাগরিকদের আনা-নেওয়ার জন্য বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট। এ জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান ভাড়া করা হয়েছে।

জানা গেছে, ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭/৭৮৭ নির্দিষ্ট করা হয়েছে। আটকে পড়া ব্রিটিশ ও বাংলাদেশি নাগরিকদের আনা- নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ জন্য আগ্রহী যাত্রীরা https://www.baf.mil.bd /bafwt/tickets.php লিঙ্কের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

ঢাকা থেকে আগামী ১০ মে সকাল ১০টায় ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে ছেড়ে যাবে। ফ্লাইটটি বিকাল ৪টায় লন্ডনে অবতরণ করবে। একই দিন সন্ধ্যা ৬টায় ফ্লাইটটি লন্ডন থেকে দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। পরদিন ১১ মে ফ্লাইটটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সর্বশেষ খবর