রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

করোনা রোগীর চিকিৎসককে তালাবদ্ধ করে রাখার হুমকি!

মেহেরপুর প্রতিনিধি

করোনা চিকিৎসা দিয়ে বিপাকে পড়েছেন মেহেরপুর জেনারেল হাসপাতালের কার্ডিওলজি চিকিৎসক এম এ রশীদ। প্রতিবেশীদের কাছ থেকে অমানবিক আচরণ সহ্য করতে হচ্ছে তাকে।
জানা গেছে, ২২ এপ্রিল মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের ইদ্রিস আলী (৩৬) নামের এক ব্যক্তি মারা যান। মৃত্যুর আগে তার চিকিৎসার দায়িত্বে ছিলেন কার্ডিওলজি চিকিৎসক এম এ রশীদ। পরে মৃত ব্যক্তির করোনা টেস্ট পজিটিভ আসার পর থেকে তিনি ও তার পরিবার পৃথকভাবে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে আছেন। দুবার নমুনা পরীক্ষা করে ফল নেগেটিভ এলেও তিনি চুয়াডাঙ্গা শহরের যে বাসায় আছেন সেখানকার কয়েকজন অমানবিক আচরণ করছেন তার পরিবারের সঙ্গে। এ ছাড়া চিকিৎসক পরিবারের ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাদের তালাবদ্ধ করে রাখার হুমকি দেওয়া হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের কার্ডিওলজি চিকিৎসক এম এ রশীদ বলেন, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের পুলিশ সুপারের আন্তরিক সহযোগিতায় বর্তমানে সমস্যা সমাধান হয়েছে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি সমাধান করা হয়েছে। পরবর্তীতে তিনি যেন কোনো প্রকার বিড়ম্বনায় না পড়েন সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে কার্ডিওলজি চিকিৎসক এম এ রশীদ ফেসবুকে লিখেছিলেন, ‘মানবসেবার ব্রত নিয়ে চিকিৎসা পেশায় এসেছি। শুধু করোনা নয়, যে কোনো রোগীর চিকিৎসায় আমি ভয় পাই না। আজ নবম দিন হলো কোয়ারেন্টাইনে আছি। একটি ফ্ল্যাটে একা বন্দী অবস্থায় দিন কাটছে। প্রিয় সন্তানের মুখ দেখি না। খুব আদর করতে ইচ্ছা করে, কাছে টানতে পারি না। কত দিন হলো সূর্যের আলো দেখি না। ঝুমঝুম বৃষ্টির আওয়াজ কানে আসে, জানালা খোলার সাহস হয় না। কারণ আমি নিজে যেমন আমার শরীর নিয়ে ভাবী, আমার দ্বারা অন্য কেউ যেন আক্রান্ত না হয় তা নিয়েও ভাবী। যদিও আমার করোনা টেস্টে ফল নেগেটিভ। এরই মাঝে আমার প্রতিবেশীদের কাছ থেকে অমানবিক আচরণ আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। ফ্ল্যাটের সব ভাড়াটিয়া মিলে সিদ্ধান্ত নিয়েছেন আমাকে নাকি তালা দিয়ে রাখা হবে। আমি তো চুরি, ডাকাতি, খুন, রাহাজানি করিনি। মানুষের পাশে দাঁড়িয়ে আজ কোয়ারেন্টাইনে আছি।’

সর্বশেষ খবর