সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা
আদালত খুলতে বাধা কোথায়

সীমিত আকারে কোর্ট খোলা যেতে পারে

-এম আমীর-উল ইসলাম

আরাফাত মুন্না

সীমিত আকারে কোর্ট খোলা যেতে পারে

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে আদালতের কার্যক্রম চালানোর বিষয়ে সংবিধানের অন্যতম প্রণেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম মনে করেন, জরুরি মামলা মোকদ্দমা শুনানির জন্য কঠোর সামাজিক দূরত্ব নিশ্চিত করে সীমিত আকারে আদালত খোলা রাখা যেতে পারে। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে নিজের এমন অভিমত তুলে ধরে বলেন, ভার্চুয়াল কোর্ট করার বিষয়ে একটা প্রস্তাবের কথাও শুনেছি। তবে আমার মনে হয় ভার্চুয়াল কোর্ট করতে হলে, বিচারক ও আইনজীবীদের প্রশিক্ষণের একটা বিষয় আছে। বিশে^র বিভিন্ন দেশে ট্রাইব্যুনালগুলোতে ভার্চুয়াল মাধ্যমে বিচার পরিচালনার কথা শুনেছি। তবে আদালত ব্যবস্থায় এটা আছে কি-না, আমার জানা নেই। আর চাইলেই হুট করে এটা চালু করাও সম্ভব নয়। আমীর-উল ইসলাম আরও বলেন, তবে যদি জরুরি ক্ষেত্রে কিছু মামলার শুনানি করতেই হয় সে ক্ষেত্রে সীমিত আকারে আদালত পরিচালনা করা যেতে পারে। এক্ষেত্রে এজলাসে আইনজীবীদের প্রবেশ কমাতে হবে। একটি মামলায় কেবল একজন আইনজীবীই প্রবেশ করবেন, কোনো জুনিয়র বা ক্লার্ক এজলাসে ঢুকতে পারবেন না। এজলাসে বসার ক্ষেত্রে অনেক দূরত্ব নিশ্চিত করে বসতে হবে। এক কথায় কঠোর সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর