সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা
আদালত খুলতে বাধা কোথায়

ম্যাজিস্ট্রেট কোর্টের এখতিয়ার বাড়ানো যেতে পারে

-জয়নুল আবেদীন

নিজস্ব প্রতিবেদক

ম্যাজিস্ট্রেট কোর্টের এখতিয়ার বাড়ানো যেতে পারে

চলমান করোনা পরিস্থিতিতে জরুরি মামলাগুলো শুনানির জন্য ম্যাজিস্ট্রেট কোর্টের ক্ষমতা বাড়ানো যেতে পারে বলে মনে করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেন, বিচার পাওয়ার চেয়ে, জীবন রক্ষা বেশি জরুরি। তাই  এই মুহূর্তে স্বল্প পরিসরেও আদালত খোলার প্রয়োজন আছে বলে মনে করি না। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। জয়নুল আবেদীন বলেন, করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হচ্ছে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে। সে ক্ষেত্রে যদি স্বল্প পরিসরেও আদালত খোলা হয়, তাহলে সেখানে দূরত্ব নিশ্চিত করা কঠিন হবে। আইনজীবীরা আসবেন, আসামির পরিবারের লোকজন আসবেন। দূরত্ব নিশ্চিত করাই যাবে না। এ জন্য সীমিত আকারে কোর্ট খোলার ঝুঁকি নেওয়া যাবে না। তিনি বলেন, অনেক দিন আদালত বন্ধ থাকায় অনেক আসামি সমস্যায় পড়েছেন, এটাও ঠিক। সাংবিধানিক কারণে এখনো ম্যাজিস্ট্রেট আদালত খোলা রয়েছে। প্রয়োজনে লঘু দন্ডের ধারাসমূহের জামিন আবেদনগুলো এই আদালতেই নিষ্পত্তি করা যায়। সে ক্ষেত্রে এসব আদালতের বিচারিক এখতিয়ার বৃদ্ধি করা যেতে পারে। তিনি বলেন, মানুষের জন্য আদালত করা হয়েছে, আদালতের জন্য মানুষ নয়। এ জন্য আগে আমাদের জীবন রক্ষার বিষয়টা নিশ্চিত করতে হবে।

সর্বশেষ খবর