সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা
আদালত খুলতে বাধা কোথায়

শারীরিক উপস্থিতি ছাড়া কোর্ট চলতে সমস্যা নেই

-এ এম আমিন উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

শারীরিক উপস্থিতি ছাড়া কোর্ট চলতে সমস্যা নেই

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন মনে করেন, করোনাভাইরাসের ঝুঁকির মধ্যেই জরুরি মামলাসমূহের শুনানির জন্য আইনজীবী বা সংশ্লিষ্ট ব্যক্তিদের শারীরিক উপস্থিতি ছাড়াই আদালত চালানো যেতে পারে। তিনি বলেন, এ ক্ষেত্রে আবেদন পাওয়ার পর টেলিফোন বা যে কোনো মাধ্যমে বিচারক সংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গে কথা বলে আদেশ দিতে পারেন। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, আমরা কোর্ট চালানোর বিষয়ে একটা উদ্যোগ নিয়েছিলাম, সুপ্রিম কোর্ট থেকে একটা নোটিসও দেওয়া হয়েছিল স্বল্প পরিসরে কোর্ট চালানোর বিষয়ে। তবে বেশির ভাগ আইনজীবী এটাতে আপত্তি জানালে আমরা প্রধান বিচারপতিকে বিষয়টি পুনর্বিবেচনার জন্য বলি। তখন প্রধান বিচারপতি ফুলকোর্ট মিটিং করে আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ওই ফুলকোর্ট সভায় ভার্চুয়াল কোর্ট চালানোর বিষয়ে প্রতিবন্ধকতা দূর করার সিদ্ধান্ত হয়। তিনি আরও বলেন, তবে ভার্চুয়াল কোর্ট বা ই-কোর্ট চালানোর বিষয়ে এই মুহূর্তে কিছুটা সমস্যাও রয়েছে। প্রথমত আমাদের আইনে এখনো সেই সুযোগ নেই। অন্যদিকে আমাদের আইনজীবী বা বিচারক, কেউ এ ধরনের বিচার ব্যবস্থায় অভ্যস্ত নন। আমিন উদ্দিন আরও বলেন, এ ধরনের দুর্যোগ যে কোনো সময়ই আসতে পারে। আর দুর্যোগের কারণে রাষ্ট্রের একটি বড় অঙ্গ বন্ধ থাকতে পারে না। এখন সময় এসেছে দ্রুত ভার্চুয়াল আদালত ব্যবস্থা চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার।

সর্বশেষ খবর