সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

৪০ পয়সার অ্যান্টাসিড আশার আলো দেখাচ্ছে করোনা চিকিৎসায়

প্রতিদিন ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসে যখন গোটা বিশ্ব বিপর্যস্ত, যখন কোনো প্রতিষেধকও আবিষ্কার হয়নি- তখন আশার আলো দেখাচ্ছে ভারতের ৪০ পয়সা দামের অ্যান্টাসিড ফ্যামোটিডিন। সূত্র: দ্য প্রিন্ট। এ কারণে জল্পনার তুঙ্গে উঠেছে অতি সস্তার এ অ্যান্টাসিড ফ্যামোটিডিন। মোদি সরকার এরই মধ্যে ভারতীয় জনৌষধী পরিযোজনাসহ বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে এই ফ্যামোটিডিন পর্যাপ্ত পরিমাণে তৈরি করারও নির্দেশ দিয়েছে। নতুন গবেষণার পর বিজ্ঞানীরা মনে করছেন, করোনা চিকিৎসায় আশা জাগাতে পারে অ্যান্টাসিড ফ্যামোটিডিন। নিউইয়র্কে করোনা রোগীদের উপরে এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে ভালো ফলাফল পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। চীনেও এই ওষুধের ট্রায়াল চলছে। জানা গেছে, এই ওষুধের উৎপাদন আরও বাড়ানোর জন্য দেশের সরকারি ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে মোদি সরকার। ভারতে ফ্যামোটিডিন পর্যাপ্ত পরিমাণেই পাওয়া যায়। দাম মাত্র ৪০ পয়সা। ফ্যামোটিডিন বিভিন্ন ব্র্যান্ডের নামে বিক্রি হয়- যেমন ভারতে ফ্যামোসিড ও মার্কিন যুক্তরাষ্ট্রে পেপসিড। ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সূত্র  জানাচ্ছে, অন্যান্য দেশের গবেষণার ফলে যা বোঝা যাচ্ছে, খুব শিগগিরই ফ্যামোটিডিনের চাহিদা বাড়তে চলেছে, যেমনটা হাইড্রক্সিক্লোরোকুইনের ক্ষেত্রে হয়েছে।

সর্বশেষ খবর