সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৩০

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরের পাড়কোলা গ্রামে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আজগর আলী প্রামাণিক (৬৫) নিহত হয়েছেন। দেশে চলমান লকডাউনের মধ্যে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা জানান, কয়েকদিন আগে চাঞ্চল্যকর সাংবাদিক শিমুল হত্যা মামলার আসামি মোস্তাফিজুর রহমান পিষুষ পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছেন এমন অভিযোগ তোলেন একই এলাকার কাউন্সিলর বেলাল হোসেন। এ নিয়ে দুই পক্ষে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে দুই দিন আগে পিযুষের লোকজন বেলাল সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করছিল। এ অবস্থায় গতকাল ভোরে পিযুষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র ও রামদা নিয়ে বেলাল সমর্থকদের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে সরিয়ে দেয়। সকাল সাড়ে ৭টার দিকে বাড়িঘরে লুটপাট হচ্ছে গুজবে পিযুষের লোকজন আবারও প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা চালায়। এ সময় আজগর আলী প্রামাণিক ঘটনাস্থলেই নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ রাউন্ড শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আজগার আলী হত্যার প্রতিবাদে সকাল সাড়ে ১০টার দিকে পিযুষের ফাঁসি চেয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

সর্বশেষ খবর