সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

যুক্তরাজ্যে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট

কূটনৈতিক প্রতিবেদক

করোনাভাইরাস মহামারীর মধ্যে যুক্তরাজ্যে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে সরকার। বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটটি ১০ মে ঢাকা থেকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছে সেদিনই ফিরে আসবে বলে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে। এজন্য দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের এই লিংকে (https://forms.gle/4x4JKfy9jxGDaujL7) এবং ওই দিন যারা ঢাকা থেকে যুক্তরাজ্যে ফিরতে চান তাদের এই লিংকে (https://www.baf.mil.bd/bafwt/tickets.php) নাম নিবন্ধন করতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, আসন ফাঁকা থাকা সাপেক্ষে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে অর্থাৎ আসন পূর্ণ না হওয়া ক্রম অনুযায়ী নিবন্ধিতরা এই সুযোগ পাবেন। পরে হাইকমিশন থেকে ফ্লাইটের বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। লন্ডনের হাইকমিশনের অনুরোধে বাংলাদেশ সরকার এই ব্যবস্থা নিয়েছে। বিমানের এই ফ্লাইটের ভাড়া বহন ও পরিচালনার দায়িত্বে থাকবে বাংলাদেশ এয়ারফোর্স ওয়েলফেয়ার ট্রাস্ট (বিএএফডব্লিউটি)।

সর্বশেষ খবর