শিরোনাম
মঙ্গলবার, ৫ মে, ২০২০ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎ বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউসুফ আলী নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, ২০১৯ সালে নাচোল উপজেলা চেয়ারম্যান আবদুল কাদেরের দেওয়া পানির পাম্প বেড়াচৌকি গ্রামের বেলালের বাড়ির পাশে বসানো হয়। বেলালের বাড়ির বিদ্যুতেই পাম্পটি চলত। এখান থেকে আশপাশের ১০/১২টি পরিবার পানি নিত। এজন্য বেলাল পরিবার প্রতি ২০ টাকা করে বিদ্যুৎ বিল দাবি করেন। কিন্তু প্রতিবেশী খলিলুর রহমান ও হারুন অর রশিদ রবু ১৫ টাকা করে বিল দিতে চায়। এ নিয়ে শনিবার বিকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৭ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ইউসুফ আলী ও খলিলুর রহমানকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। এর মধ্যে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ আলী মৃত্যুবরণ করেন। নাচোল থানার ওসি সেলিম রেজা জানান, এ ঘটনায় মৃতের ভাই বেলাল বাদী হয়ে ১৩ জনসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর