মঙ্গলবার, ৫ মে, ২০২০ ০০:০০ টা

বিএসএমএমইউতে গণস্বাস্থ্যের কিট হস্তান্তর হতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গণস্বাস্থ্যের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তে ‘জি র‌্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিএসএমএমইউয়ের গঠিত ছয় সদস্যের কমিটির সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট গবেষণা দলের সমন্বয়কারী ড. মহিব উল্লাহ খোন্দকার বৈঠক করেন। আজ সকাল ১০টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করা হতে পারে। এরপর তারা কিটের কার্যকারিতা নিয়ে কাজ শুরু করবে। বিএসএমএমইউয়ের ভাইরোলজি বিভাগের সাবেক  চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহীনা তাবাসসুনের নেতৃত্বে প্রতিষ্ঠানটির ৬ সদস্য এ নিয়ে কাজ শুরু করেছেন। এ দিকে গতকাল সন্ধ্যায় গণস্থাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা আশা করছি, এক সপ্তাহের মধ্যেই আমাদের কিট সম্পর্কে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি মতামত দেবে। তবে এখনো কাজ কচ্ছপ গতিতে চলছে। বঙ্গবন্ধু  মেডিকেলের ইতিবাচক সাড়া পেলেই আমরা বৃহৎ পরিসরে কিট উৎপাদন শুরু করব। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর