মঙ্গলবার, ৫ মে, ২০২০ ০০:০০ টা

অধিকৃত কাশ্মীরে ভোট নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

করোনাভাইরাস অতিমারীর মধ্যে হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সম্পর্ক। পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি নির্দেশনাকে কেন্দ্র করেই এই অবস্থা। দিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের সিনিয়র এক কূটনীতিককে সোমবার সাউথ ব্লকে (ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়) তলব করে এনে একটি প্রতিবাদপত্র দেওয়া হয়েছে। প্রতিবাদপত্রে বলা হয়, কেন্দ্র শাসিত জম্মুু ও কাশ্মীর এবং লাদাখ আর গিলগিট ও বাল্টিস্তান একই অঞ্চলভুক্ত ভারতীয় ভূখ-। অথচ ৩০ এপ্রিল পাকিস্তান সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী প্রাদেশিক সরকার গঠনের উদ্দেশ্যে গিলগিট ও বাল্টিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছে। ‘গিলগিট ও বাল্টিস্তান হলো পাকিস্তানের জবরদখল করে রাখা ভারতীয় ভূখ-। সেখানে ভোট করার কোনো আইনি এখতিয়ার পাকিস্তান সরকার বা সে দেশের আদালতের নেই।’ দৃঢ়তার সঙ্গে বলেছে ভারত, ‘নয়াদিল্লি পাকিস্তানের ওই পদক্ষেপ পুরোপুরি নাকচ করছে এবং অধিকৃত কাশ্মীরের সব এলাকা থেকে পাকিস্তানি দখলদারির অবসান ঘটানোর জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানাচ্ছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর