বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা
করোনায় সামাজিক সহিংসতা কেন

মানসিক চাপ থেকেও সহিংসতা বৃদ্ধি পায়

-বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক

জিন্নাতুন নূর

মানসিক চাপ থেকেও সহিংসতা বৃদ্ধি পায়

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘ সময় ধরে মানুষ একত্রে থাকছে। আগে স্বামী বা স্ত্রী কেউ না কেউ কাজে যেত। সারা দিন প্রায় আলাদাই থাকত। দিনের শেষে হয়তো দুজনের দেখা হতো। কিন্তু লকডাউনের কারণে এখন সারাক্ষণ দুজনের একসঙ্গেই থাকা হচ্ছে। অন্যদিকে মহামারীতে কাজ হারিয়ে অনেকের মধ্যে হতাশা কাজ করছে। কাজকর্ম হারিয়ে অনেকের রোজগারও বন্ধ হয়ে গেছে। এ ধরনের মানসিক ব্যাপারগুলো করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে পারিবারিক, সামাজিক ও পারিপার্শি¦ক সহিংসতা বাড়িয়ে দিচ্ছে। আর মানুষের মধ্যে যখন এ ধরনের মানসিক চাপ তৈরি হয় তখন সহিংসতার ঘটনাও বৃদ্ধি পায়। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ ধরনের সহিংসতা প্রতিরোধ করা যেতে পারে। কিন্তু অনেক স্ত্রী সহিংসতার শিকার হওয়ার পরও পুলিশের কাছে যান না, আইনের আশ্রয় নেন না। আইনি প্রতিকারের ব্যবস্থা নিলে এই নারীদের সংসার ভেঙে যেতে পারে- এমন আশঙ্কায় তারা থাকেন। কিন্তু আমার মতে এমনটি করা ভুল। এ ক্ষেত্রে সঠিক কাজ হলো আইনের আশ্রয় নেওয়া। শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, অন্যদিকে এখন কোনো ধরনের সহিংসতার খবর পুলিশকে জানানো মাত্রই পুলিশ দ্রুত কাজ করে। পুলিশের সংখ্যাও আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া পুলিশ প্রশাসনে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও এসব ব্যাপারে মানুষের পাশে দাঁড়াবেন এমন নির্দেশনা তো রয়েছেই।

 তা না হলে স্থানীয় চেয়ারম্যান ও কাউন্সিলর যারা আছেন সহিংসতা প্রতিরোধে তাদের এগিয়ে আসতে হবে। যদি পুলিশ প্রশাসন এ ব্যাপারে নিজেদের দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে সে ক্ষেত্রে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার দ্বারস্থ হতে হবে বা স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিতে হবে। এ ব্যাপারে মোবাইল কোর্টের সহযোগিতা নেওয়ার কথাও তিনি জানান।

সর্বশেষ খবর