বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা

ছাঁটাই গুজব ও বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

ছাঁটাই গুজব ও বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

গাজীপুরে গতকাল বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ -বাংলাদেশ প্রতিদিন

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ও ছাঁটাইয়ের প্রতিবাদে তিনটি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এর মধ্যে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় শ্রমিক ছাঁটাই বন্ধ ও এপ্রিল মাসের  বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সান চেরি বডি ফ্যাশন ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। বেতন পরিশোধ ও ছাঁটাই বন্ধের কর্তৃপক্ষের আশ্বাসে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন। এ ছাড়া বেতন পরিশোধের দাবিতে কালিয়াকৈরের চান্দরা পল্লীবিদ্যুৎ এলাকার ছাত্তার টেক্সটাইল লিমিটেড এবং মৌচাক এলাকার লীরা ফ্যাশন লিমিটেড নামে আরও দুটি কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে। পুলিশ জানায়, গাজীপুরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় সান চেরি বডি ফ্যাশন ম্যানুফ্যাকচারিং লিমিটেড কারখানার ৬৪০ জন শ্রমিক রয়েছেন। কারখানা কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে ৪০ শতাংশ শ্রমিক নিয়ে কারখানা চালু করে। এতে অন্য শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে ভেবে তারা আন্দোলন শুরু করেন। এ ছাড়া তাদের এপ্রিল মাসের বেতনের দাবিতে গতকাল সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে শিল্পপুলিশ এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে কারখানার সামনে তারা অবস্থান নেন। কারখানা কর্তৃপক্ষ ও শিল্পপুলিশ ৭ মে বকেয়া বেতন দেওয়ার প্রতিশ্রুতি এবং চাকরিচ্যুত না করার আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, এ মুহূর্তে কোনো শ্রমিক ছাঁটাই চলবে না, এটা সরকারি সিদ্ধান্ত। সান চেরি বডি ফ্যাশন ম্যানুফ্যাকচার্রি লিমিটেড কারখানা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল ৪০ শতাংশ শ্রমিক নিয়ে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কারখানায় কার্যক্রম চালাবে। কিন্তু বাকি শ্রমিকরা মনে করছেন তাদের ছাঁটাই করা হবে। এ কারণে এবং এপ্রিল মাসের বেতনের দাবিতে তারা বিক্ষোভ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ আগামী ৭ মে এপ্রিল মাসের বেতন পরিশোধের কথা জানালে এবং কোনো শ্রমিককে ছাঁটাই করা হবে না ঘোষণা দিলে শ্রমিকরা কর্মসূচি ত্যাগ করে বাসায় ফিরে যান। তিনি জানান, কালিয়াকৈরের চান্দরা পল্লীবিদ্যুৎ এলাকার ছাত্তার টেক্সটাইল লিমিটেড এবং মৌচাক এলাকার লিরা ফ্যাশন লিমিটেড নামে আরও দুটি কারখানায় বকেয়া বেতনের দাবিতে কারখানার গেটে সকাল থেকে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে এসব কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের দাবির কথা শুনে আগামী ১০ মে বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা কারখানা এলাকা ত্যাগ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর