বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

আটকে পড়া ভারতীয় নাগরিকদের স্বদেশযাত্রা হচ্ছে কাল

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

করোনাভাইরাস সংকটের কারণে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের স্বদেশে ফিরিয়ে আনা শুরু হবে বৃহস্পতিবার। ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ ও অন্যান্য দেশে আটকে পড়া নাগরিকদের আকাশ ও সমুদ্রপথে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও শ্রীনগরের মতো শহরগুলোয় নিয়ে আসা হবে। এভাবে বৃহস্পতিবার থেকে প্রতিদিন ১৩টি দেশ থেকে ১৪ হাজার ৮০০ ভারতীয়কে বিমানে ও জাহাজে করে আনার ব্যবস্থা করা হয়েছে।

ঢাকা থেকে প্রথম দিন স্বদেশ যাত্রা করবেন ২০০ ভারতীয়, তাদের বেশির ভাগই ছাত্র। এই যাত্রীরা বিমানযোগে কাশ্মীরের শ্রীনগর যাবেন। যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, সিঙ্গাপুর, আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন ও কুয়েত থেকেও আকাশপথে ভারতীয়রা স্বদেশে রওনা হবেন।

সর্বশেষ খবর