বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে দুই ভাইসহ নিহত তিন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১৮টি বিভিন্ন ধরনের দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ২০০ রাউন্ড কার্তুজ ও ৫৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙিখালী গাজীপাড়া সংলগ্ন গহীন পাহাড়ে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারই নেতৃত্বে একদল পুলিশ ভোরে রঙিখালীর গহিন পাহাড়ে ডাকাতের আস্তানায় অভিযানে   যায়। ডাকাতদের আস্তানা ঘিরে ফেললে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করতে থাকে। এতে পুলিশের চার কর্মকর্তাসহ পাঁচজন আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেনÑ পরিদর্শক লিয়াকত আলী, এসআইমশিউর রহমান, এএসআই সঞ্জিব দত্ত, সৈকত বড়–য়া ও মিথুন ভৌমিক। পুলিশও জীবন রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করতে থাকে। এ সময় পুলিশ-ডাকাতদের গুলিবিনিময়ের ঘটনায় স্বশস্ত্র ডাকাত গ্রুপের সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র তৈরির কারখানায় তল্লাশি করে ১৮টি দেশি-বিদেশি অস্ত্র, ২০০ রাউন্ড কার্তুজ ও ৫৫ হাজার ইয়াবাসহ গুলিবিদ্ধ অবস্থায় হ্নীলা ইউনিয়নের রঙিখালী মাদ্রাসাপাড়ার মৃত আবদুল মজিদ ওরফে ভুলাইয়্যা বেদ্যের ছেলে ৈ সৈয়দ আলম (৩৬), সহোদর  নুরুল আলম (৩৭) ও শব্বির আহমদের ছেলে মো. মনাইয়াকে (২২) উদ্ধার করে। পরে গুলিবিদ্ধদের টেকনাফ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর