বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

গণস্বাস্থ্যের কিট পরীক্ষায় ধীরগতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস পরীক্ষার গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত ‘জি র‌্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ছয় সদস্যের কমিটি গঠন করলেও কাজের গতি ধীর বলে অভিযোগ উঠেছে। জরুরি ভিত্তিতে বিষয়টি বিবেচনায় নিয়ে কমিটি কাজ করছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। গণস্বাস্থ্য কেন্দ্র সূত্র জানায়, ২ মে কিট পরীক্ষার কমিটি করা হলেও কমিটি দুয়েকবার বিষয়টি নিয়ে বসেছে। কিন্তু, এখন পর্যন্ত কিট পরীক্ষার বিষয়ে খুব বড় কোনো অগ্রগতি হয়নি। বর্তমান পরিস্থিতিতে কিট পরীক্ষার কাজ যে গুরুত্ব ও যে গতিতে হওয়া দরকার সেই গতিতে হচ্ছে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এ সময় কাজটিকে জরুরি বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে করা দরকার। যে গতিতে সাড়া পাওয়ার কথা সেরকম পাচ্ছি না। তিনি আরও বলেন, বিএমআরসি থেকে এথিক্যাল ক্লিয়ারেন্স  পেতেও সময় লাগছে। তবে আজকের মধ্যে তা পেয়ে যাব।

সর্বশেষ খবর