শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

দোকানপাট খুলে দেওয়ায় মৃত্যুঝুঁকি অনেক বাড়বে

----- গোলাম রহমান

 দোকানপাট খুলে দেওয়ায় মৃত্যুঝুঁকি অনেক বাড়বে

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেছেন, করোনা পরিস্থিতি এমনিতেই একটা মহামারী। এখন সবচেয়ে জরুরি হচ্ছে জীবনের সুরক্ষা দান। এ অবস্থায় দোকানপাট খুলে দেওয়া হলে অবশ্যই মৃত্যুঝুঁকি অনেক বাড়বে। তিনি বলেন, করোনা থেকে রক্ষার একমাত্র পথ ঘরে থাকা। গতকাল বাংলাদেশ প্রতিদিনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গোলাম রহমান বলেন, একটা বাস্তবতা হচ্ছে, করোনার কারণে ঘরে থাকতে গিয়ে আমাদের দেশে অনেক মানুষ না খেয়ে মারা যাওয়ারও ঝুঁকি আছে। মৃত্যু তো মৃত্যুই, তা হোক করোনায় বা না খেয়ে। এজন্য জীবন ও জীবিকার সমন্বয় করতে হবে। তিনি বলেন, হঠাৎ করে আমাদের সবকিছু খুলে দিয়ে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, এখন নিজে বাঁচার দায়িত্ব নিজেকেই নিতে হবে। আয় ঠিক রাখার সঙ্গে সবাইকে সচেতন হতে হবে। যদি স্বাস্থ্যবিধি মেনে সবাই নিজেকে সুরক্ষার চেষ্টা করি, তাহলে অর্থনৈতিক কার্যক্রম চালানো যেতে পারে। কিন্তু স্বাস্থ্যবিধি না মানা হলে মনে করতে হবে, আপনি মৃত্যুর দিকে যাচ্ছেন। এ ঝুঁকি নেবেন কিনা, তা ক্রেতাকেই ঠিক করতে হবে। তিনি আরও বলেন, আমি বলব, আপনাকে চয়েজ দেওয়া হয়েছে, আপনি মৃত্যুর দিকে ছুটবেন নাকি নিজেকে রক্ষা করবেন- তা আপনাকেই ঠিক করতে হবে। যদি সুরক্ষা পেতে চান তাহলে ঘরে থাকুন। আর যদি আপনার জীবনের চাইতেও ঈদের পোশাক কেনা বেশি জরুরি হয়, তাহলে আপনি মার্কেটে যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর