শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

ঘনীভূত সংক্রমণঝুঁকি বড় বিপদ হতে পারে

----- ডা. মুশতাক হোসেন

ঘনীভূত সংক্রমণঝুঁকি বড় বিপদ হতে পারে

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেছেন, সংখ্যার দিক থেকে দেশে করোনা সংক্রমণ অনেক বেশি হলেও এত দিন আক্রান্ত ক্লাস্টারগুলোর মধ্যে অনেক দূরত্ব ছিল। তবে ঈদের কেনাকাটার জন্য শপিং মল-মার্কেট খুলে দেওয়ায় ঘনীভূত সংক্রমণঝুঁকিতে পড়তে যাচ্ছে দেশ। এতে বড় ধরনের বিপদ হতে পারে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। যখন মহামারী ক্রমবর্ধমান, দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা, তখন ঈদ শপিং কেন হবে- এমন প্রশ্ন রেখে ডাকসুর সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, জরুরি কেনাকাটার জন্য আগেও কিছু দোকান খোলা ছিল, এখন হয়তো আরও কিছু বৃদ্ধি করা যেতে পারে। তবে ঈদ শপিংয়ের জন্য যখন দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়, তখনই বোঝা যাবে আপনি মহামারীকে গুরুত্ব দিচ্ছেন না। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিল যেভাবে করোনাকে গুরুত্ব না দিয়ে মৃত্যুকূপে পরিণত হয়েছিল, বাংলাদেশকে সেই কাতারে ফেলে দিচ্ছি আমরা। তিনি বলেন, এ পরিস্থিতিতে ঈদ শপিং কথাটাই খুব আপত্তিকর। ঈদ শপিংয়ের জন্য মার্কেট খুলে দিলে মানুষ মার্কেটে গিয়ে ভিড় করবে। পোশাক কিনবে, এটা স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, একই ভাবে অর্থনীতিও এ কারণে ক্ষতির মুখে পড়বে। তিনি আরও বলেন, বাংলাদেশে সংক্রমণ একত্রিতভাবে বেশি হলেও সব কিন্তু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ক্লাস্টারে। এক ক্লাস্টার থেকে আরেক ক্লাস্টারের দূরত্ব আছে। এক জায়গায় কোনো ঘনীভূত মহামারী নেই। এক জায়গায় ঘনীভূত মহামারী হলে নিউইয়র্কের মতো ক্ষয়ক্ষতি হতো আমাদের। ঈদ শপিংয়ের নামে মার্কেট খুলে দেওয়ায় ঘনীভূত সংক্রমণের ঝুঁকির মুখে পড়ছি আমরা। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জের মতো এলাকায় খুবই বিপদ হতে পারে। অবিলম্বে এটা বন্ধ করা দরকার বলেও মনে করেন এই চিকিৎসক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর