শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

পোশাক ব্যাগ পরিবহনও হতে পারে করোনার বাহক

----- অধ্যাপক মোহাম্মদ হানিফ

পোশাক ব্যাগ পরিবহনও হতে পারে করোনার বাহক

ঢাকা শিশু হাসপাতালের কিডনি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হানিফ বলেন, মানুষ যখন ঈদের কেনাকাটা করতে ঘর থেকে বের হবে তখনই ঝুঁকি শুরু হয়ে যাচ্ছে। কারণ মার্কেটে গিয়ে যে কোনোভাবেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে গাড়িতে যাবেন, যে পোশাক কিনবেন বা ধরবেন অথবা কেনাকাটা করা বস্তুগুলো যে ব্যাগে ভরে আনবেন এর সবই কিন্তু করোনাভাইরাসের বাহক হতে পারে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডা. মোহাম্মদ হানিফ বলেন, একটি দোকানে ১০ জন লোক ঢুকল, এর মধ্যে একজনও যদি করোনাভাইরাস বহনকারী হয়, আর তিনি যদি একবার হাঁচি দেন, তাহলে ভাইরাসটা সেখান থেকে বের হবে না। এরপর যারাই এ দোকানে ঢুকবে প্রত্যেকেই আক্রান্ত হতে পারেন। একটি পোশাকের মাধ্যমেও অনেকে আক্রান্ত হতে পারে। কারণ একই পোশাক সেলসম্যান ধরবে, একাধিক ক্রেতা ধরবে। তিনি আরও বলেন, অনেকেরই প্রাইভেট ট্রান্সপোর্ট নেই, রিকশা বা সিএনজিতে করে তারা মার্কেটে যাবেন। এসব পরিবহনের মাধ্যমেও কিন্তু করোনা ছড়াতে পারে। সর্বোপরি মার্কেট খোলা রাখায় আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেক বেশি। ডা. হানিফ আরও বলেন, শপিং মল খুলে দেওয়ার সঙ্গে এটাও কিন্তু চিন্তা করতে হবে, কেনাকাটা করতে গিয়ে যে পরিমাণ মানুষ আক্রান্ত হতে পারে, তাদের চিকিৎসা দেওয়ার মতো জনশক্তি আমাদের আছে কিনা, এত পরিমাণ চিকিৎসক আছে কিনা। অনেক মানুষ একসঙ্গে আক্রান্ত হলে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর