শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

ঢামেকে করোনা ইউনিটে চার জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। গতকাল বিকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় এদের মৃত্যু হয় বলে ঢামেক হাসপাতালসূত্রে জানা গেছে। মৃতরা হলেন ড. নাজমুল করিম (৭০), সুফিয়া বেগম (৩৬), সেতারা বেগম (৬৫) ও হোসনে আরা (৭০)। এর মধ্যে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক নাজমুল করিম চৌধুরী রয়েছেন। তাঁকে গত মঙ্গলবার রাতে ঢামেকের করোনা ইউনিটে ভর্তি করা হয়। বুধবার রাত সাড়ে ১২টায় তিনি মারা যান। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। অবশ্য বেশ কিছুদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। সুফিয়া বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী। তাঁর স্বামীর নাম মো. শামসুল আলম। গতকাল সকালে ব্রেনস্ট্রোক করলে তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টা ৪০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে করোনা সন্দেহে তাঁর নমুনা পরীক্ষার জন্য দেওয়া হলে তাতে পজিটিভ আসে। সেতারা বেগমকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় গত বুধবার। এরপর সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান। তিনি মিরপুরের পল্লবীর বাসিন্দা বলে জানা গেছে। হোসনে আরা ঢাকার কামরাঙ্গীর চরের বাসিন্দা। গতকাল সকাল ৮টার দিকে ভর্তি করা হয় তাঁকে। তবে সাড়ে ৮টার দিকে মারা যান তিনি। ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর