শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

নিজ এলাকার দুই কিলোমিটারের মধ্যেই কেনাকাটার নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস প্রতিরোধে কেনাকাটা করতে আগ্রহী ক্রেতাদের নিজ এলাকার দুই কিলোমিটারের মধ্যে শপিংমলে কেনাকাটার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় ডিএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রেতারা তাদের নিজ নিজ এলাকার দুই কিলোমিটারের মধ্যে অবস্থিত শপিংমলে ঘোষিত সময়ের মধ্যে কেনাকাটা করতে পারবেন। এক এলাকার ক্রেতা অন্য এলাকায় অবস্থিত শপিংমলে কেনাকাটা বা গমনাগমন করতে পারবেন না।

ডিএমপির নির্দেশনার মধ্যে আরও রয়েছে- সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শপিংমল ও দোকান খোলা রাখা যাবে। তবে ফুটপাথে বা প্রকাশ্য স্থানে হকার/ ফেরিওয়ালা/ অস্থায়ী  দোকানপাট বসতে দেওয়া যাবে না। বসবাসের এলাকা সম্পর্কে নিশ্চিত হতে প্রত্যেক ক্রেতা তার নিজ নিজ পরিচয়পত্র (ব্যক্তিগত আইডি কার্ড/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ বিদ্যুৎ/ গ্যাস/ পানির বিলের মূল কপি ইত্যাদি) বহন করবেন। প্রয়োজন হলে তা শপিংমলের প্রবেশমুখে প্রদর্শন করবেন।

সর্বশেষ খবর